রাওয়ালপিন্ডিতে আলোকস্বল্পতায় বন্ধ খেলা

fec-image

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ‍দ্বিতীয় ও শেষ টেস্টে সোমবার (২ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে চতুর্থ দিনের খেলায় আবহাওয়ার পূর্বাভাস ঠিক শুরু থেকেই সুখকর ‍ছিল না। প্রথম দুই সেশন ভালোভাবে খেলা গেলেও তৃতীয় সেশনের শুরুতে দেখা যায় আলোকস্বল্পতা। যার কারণে চা বিরতির পর এক ওভারের মধ্যে আবার বন্ধ হয়ে যায় খেলা। এখনো জয়ের জন্য টাইগারদের দরকার ১৪৩ রান।

এর আগে ৯ রানে ২ উইকেটে দিন শুরু করা পাকিস্তানকে ১৭২ রানে গুঁড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। নেমেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন ওপেনার জাকির। বন্ধ হওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ ৪২ রানে ০ উইকেট। তবে আলোক স্বল্পতার কারণে সাময়িকভাবে বন্ধ আছে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনের খেলা।

দিনের নবম ওভারে পাকিস্তান শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন। মিড অফে নাজমুল হোসেন শান্তর দারুণ ক্যাচে সাজঘরে ফেরেন সাইম আইয়ুব (২০ রান)।

নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে (২৮) আউট করেন নাহিদ রানা। ডানহাতি এ পেসারের গতি সামলাতে পারেননি অভিজ্ঞ বাবর আজমও। ব্যক্তিগত ১১ রানে স্লিপে সাদমান ইসলামের হাতে ধরা পড়েন তারকা এ ব্যাটার।

যদিও পরের বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ফেলে দেন সাদমান। প্রথম বলে জীবন পেয়ে পাকিস্তানের ইনিংসকে টানছিলেন এ উইকেটকিপার-ব্যাটার। যদিও পরের ওভারে সৌদ শাকিলকে সাজঘরে ফেরান নাহিদ। ফলে টানা তিন ওভারে তিন উইকেট শিকার করেন ডানহাতি এ ফাস্ট বোলার।

দিনের শুরুতে ৪ উইকেট হারানো স্বাগতিকদের লড়াইয়ে রাখেন রিজওয়ান-সালমান জুটি। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে পরপর দুই বলে রিজওয়ান ও মোহাম্মদ আলীকে আউট করেন হাসান মাহমুদ। অফস্ট্যাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে লিটনের হাতে ধরা পড়েন রিজওয়ান (৪৩)।

পরের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দেন মোহাম্মদ আলী। নাহিদ রানার চতুর্থ শিকার আবরার আহমেদ। শেষ উইকেটে মীর হামজাকে সাজঘরে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথমবারের মতো ৫ উইকেট নেন হাসান মাহমুদ। এ ছাড়া নাহিদ রানার শিকার ৪ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছিল ২৭৪ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬২ রান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের লিড দাঁড়ায় ১৮৪ রানের। ফলে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে শান্তদের করতে হবে ১৮৫ রান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন