parbattanews

রাখাইনে গোলাগুলিতে এক শিশু আহত

রাখাইনে বুছিডং শহরতলীর খামিক্ষ্যং গ্রামের পশ্চিম পাহাড়ি এলাকায় শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে গোলাগুলিতে ৫বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে বলে খামিক্ষ্যং গ্রামের গ্রাম প্রধান উয়াংমং জানান।

উথোয়াইচিংঅং এর মেয়ে ৫ বছরের শিশু মা নুনুখাইন, সে নিজ বাড়িতে বসে থাকার সময়ে গুলি এসে পেটে লেগেছে বলে তিনি জানান।

বুছিডং শহরতলীর ওক্তং গ্রাম ও খামিক্ষ্যং গ্রামের আশেপাশের এলাকায় শুক্রবার ১টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির এ সংঘর্ষের ঘটনা ঘটে এবং ২টার নাগাদ সংঘর্ষ থামে। মিয়ানমার সেনাবাহিনীর ও আরাকান আর্মির পরস্পর গোলাগুলির মধ্যে কাদের ছোড়া গুলি এসে শিশুটির পেটে লেগেছে শনাক্ত করতে পারেনি বলে গ্রাম প্রধান উয়াংমং জানান।

উল্লেখ্য, উক্ত খামিক্ষ্যং গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে গত ১৩ ফেব্রুয়ারি মর্টার শেল বিস্ফোরণ হয়ে ২১ জন ছাত্রছাত্রী আহত হয়েছিল।

রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির সংঘাত-সংঘর্ষ যেমন দিনদিন বাড়ছে, তেমনি সাধারণ বেসামরিক লোকজনের হতাহতের সংখ্যাও বাড়ছে।

Exit mobile version