রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা

fec-image

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী।

সোমবার (০২ ডিসেম্বর) জেলা শহরের চম্পক নগর এলাকায় এসব সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদানকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম বলেন, জামায়াত বিগত ১৬ বছর তৎকালীন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতন সত্ত্বেও জনগণের পাশে দাড়ানোর যথাসাধ্য চেষ্টা করেছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান। আল্লাহ যেন তাদের ক্ষতি পুষিয়ে দেন সে দোয়া করেন। তিনি, স্থানীয় জেলা পরিষদ, জেলা প্রশাসন, পৌরসভা পরিষদসহ গণ্যমান্য ব্যক্তিদের ক্ষতিগ্রস্ত প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানান।

এসময় জেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি মো. মনছুরুল হক, জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম সাফী, পৌর জামায়াতের আমীর আব্দুস সালাম ও সেক্রেটারি মো. মইনুদ্দীন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি এড. জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন