রাঙামাটিতে অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ছাই

রাঙামাটি শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনগত রাতে রিজার্ভমুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাতে হঠাৎ করে রিজার্ভমুখ এলাকার একটি ঘরে আগুন লাগে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম বলেন, অগ্নিকাণ্ডে আনুমানিক ছয় থেকে সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি।
ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড, রাঙামাটি
Facebook Comment