parbattanews

রাঙামাটিতে অগ্নিকাণ্ডে দোকান-ঘর পুড়ে ছাই

রাঙামাটিতে আগুনে ১০টি কাঁচা ঘর-দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (৪ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে শহরের শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে রাঙামাটি শহরে কাল বৈশাখির দমকা হাওয়া বইতে শুরু করে। এরপর হঠাৎ করে শহরের শিমুলতলী এলাকায় একটি দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পড়লে আশপাশের ১০টি কাঁচাঘরসহ দোকান পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের দাবি অগ্নিকাণ্ডে আনুমানিক ১০লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর রাঙামাটি অঞ্চলের উপ-পরিচালক মোস্তফা মহসিন বলেন, প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির চূলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করা যায়নি।

Exit mobile version