parbattanews

রাঙামাটিতে অস্ত্রসহ ইউপিডিএফ’র কালেক্টর আটক

ইউপিডিএফ’র কালেক্টর মিশন চাকমা

 

রাঙামাটি সদরের মানিকছড়ি এলাকায় যৌথবাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউপিডিএফ’র কালেক্টর মিশন চাকমা (২৫) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে।

শুক্রবার (১৭মে) সকালে রাঙামাটি কোতয়ালী থানা সূত্রে এসব তথ্য জানানো হয়।

এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানানো হয়- বৃহস্পতিবার দিনগত রাতে যৌথবাহিনীর একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে জেলা সদরের মানিকছড়িস্থ দেপ্পাছড়ি এলাকায় চাঁদা আদায়কালে মিশন চাকমাকে আটক করে।

এসময় তার তার থেকে একটি দেশীয় অস্ত্র, চাঁদা আদায়ের রশিদ ও ২টি মোবাইল উদ্ধার করা হয়। আটককৃত যুবক ইউপিডিএফ প্রসীত গ্রুফের কালেক্টর। ওইদিন রাতে তাকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রটি জানায়।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা দায়ের করা হবে।

Exit mobile version