রাঙামাটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন


রাঙামাটিতে বাংলাদেশের অন্যতম প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শুক্রবার (২৩ জুন) সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করে দলীয় নেতা কর্মীরা।
পরে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, অংসুইপ্রু চৌধুরী, সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, এ দেশের স্বাধীনতা সংগ্রাম ও মানুষের অধিকায় প্রতিষ্ঠায় আওয়ামী লীগ অন্যতম সোচ্চার ভুমিকায় ছিলো। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসম্প্রদায়িক দল, টানা তিনবার ক্ষমতায় থাকার কারণে দেশের অন্যান্য অঞ্চলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে উন্নয়নের ধারাবাহিকতায় রক্ষায় আওয়ামী লীগের বিকল্প নেই।
আলোচনা সভা শেষে দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দরা।
নিউজটি ভিডিওতে দেখুন: