parbattanews

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রাঙামাটির জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সন্মেলন কক্ষে এই দিবস পালন করা হয়।  দিবসটিতে আলোচনার মূল বিষয়বস্তু ছিলো-‌কোভিড-১৯ সংকট: সাক্ষরতা শিক্ষায় পরিবর্তনশীল শিখন-শেখানো কৌশল এবং শিক্ষাবিদদের ভূমিকা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশিদ বলেছেন, করোনার কারণে মানুষ অনেকদিন ঘরবন্দি ছিলো। পুরো পৃথিবীর চিত্র বদলে গেছে। বদলে গেছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থায় আনা হচ্ছে নতুন নতুন নিয়ম। কারণ দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ ছিলো। শিক্ষা ব্যবস্থা চ‌্যালেঞ্জের মুখে পড়েছে।

ডিসি মামুন আরও বলেন- শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে সরকার কর্মকৌশলে পরিবর্তন এনেছে। এখন ঘরে বসে অনলাইন ক্লাস চালু করা হয়েছে। আর তথ্য প্রযুক্তির উৎকষের যুগে শিক্ষার্থীরা সেই সুবিধা নিয়ে তাদের লেখা-পড়া চালিয়ে নিতে পারছে। তথ্য প্রযুক্তির শিক্ষা ব্যবস্থার সাথে শিক্ষক এবং শিক্ষার্থীদের আরো সংযোগ ঘটাতে হবে। প্রয়োজনে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়সহ শিক্ষা এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Exit mobile version