parbattanews

রাঙামাটিতে আ’লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটি আসনের আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদারের প্রধান নির্বাচনী এজেন্ট উদয়ন ত্রিপুরা।

রবিবার(১৬ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে এ অভিযোগ দেন উদয়ন ত্রিপুরা।

সোমবার রাতে সংবাদ মাধ্যমে পাঠানো অভিযোগ পত্রে বলা হয়, গত ১০ ডিসেম্বর বাঘাইছড়ির সাজেকে নির্বাচনী প্রচারণায় নৌকা প্রতীকের রঙিন ব্যানার ব্যবহার করা হয়। সেই পথ সভায় উষাতন তালুকদারের বিরুদ্ধে অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য দেয় দীপংকর তালুকদার। রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা আচরণবিধি লঙ্ঘন করে পদবী ব্যবহার করেছে। যা বিভিন্ন গণ মাধ্যমে প্রকাশ হয়েছে।

১৩ ডিসেম্বর বাঙালহালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাঙাহালিয়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেছে।

১৪ ডিসেম্বর বাঙালহালিয়ায় নির্বাচনী প্রচারণায় নৌকা প্রতীকের কর্মীরা বাধা সৃষ্টি করেছে। আচরণবিধি লংঘন করে মাইকিংয়ের সময় জোড়া হর্ণ ব্যবহার করা হচ্ছে।

ঘাগড়া বাজারের সন্নিকটে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নৌকা প্রতীকের তোরণ নির্মাণ করা হয়েছে।এসবের বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়ার দাবী করেন উদয়ন।

Exit mobile version