রাঙামাটিতে ইউপিডিএফ’র অর্ধদিবস অবরোধ চলছে


রাঙামাটির লংগদু উপজেলায় প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র রাঙামাটি জেলায় সড়ক ও নৌপথে অর্ধদিবস অবরোধ পালন করছে আঞ্চলিক সশস্ত্র সংগঠনটি।
সোমবার (২০ মে) সকাল থেকে রাঙামাটি-ঢাকা-চট্টগ্রামগামী দূর পাল্লার কোনো যান ছেড়ে যায়নি। তবে জেলা শহর এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ভোর ৫ টা থেকে ইউপিডিএফ’র কর্মীরা তাদের স্বনিয়ন্ত্রিত এলাকায় অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছে।
ভোরে কাউখালী উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে ঢাকা থেকে আসা রাঙামাটিগামী কিছু পরিবহণ ইউপিডিডিএফ’র কর্মীরা আটকে দিলেও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় গাড়িগুলো নির্দিষ্ট স্টেশনে পৌঁছাতে সক্ষম হয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ
Facebook Comment