রাঙামাটিতে ইউপিডিএফ’র আধাবেলা অবরোধের প্রভাব ছিলো না


রাঙামাটি জেলায় আধাবেলা সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
বুধবার (১৫ মে) অবরোধের কারণে রাঙামাটি জেলা থেকে দূর পাল্লার কোন যান ছেড়ে না গেলেও শহর এলাকায় ছোট পরিবহন চলাচল করেছে। সকাল থেকে সশস্ত্র সংগঠনটির কর্মীরা তাদের স্বনিয়ন্ত্রিত এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেছে। তবে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে ১৩ মে রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি থেকে অবরোধ কর্মসূচির ডাক দেয় পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠনটি।
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ
Facebook Comment

















