রাঙামাটিতে ইসরায়েলী বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ


রাঙামাটিতে জুম্মার নামাজ শেষে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন ধর্ম ভিত্তিক ছাত্র সংগঠন ও মুসল্লীবৃন্দ। শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতে ধর্ম ভিত্তিক ছাত্র সংগঠন ও মুসল্লিদের নেতৃত্বে জেলা শহরে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে ইসরায়েল বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করে।
জেলা ছাত্র শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফির সভাপতিত্বে এসময় জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা কমিটির সভাপতি আব্দুল সালাম এবং ইসলামী ছাত্র আন্দোলন জেলা কমিটির সভাপতি হোসাইন মল্লিক বক্তব্য রাখেন।
বিক্ষোভ সভায় বক্তারা অবিলম্বে দখল ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘ, ওআইসি, আরব লীগের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা এবং ফিলিস্তিনী জনগণকে নির্বিচারে হত্যার দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তাদের দোসরদের বিচারের দাবি জানান।
এদিকে বনরূপা জামে মসজিদের মুসল্লীদের উদ্যোগে ইসরাইলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।