parbattanews

রাঙামাটিতে ঈদের প্রধান জামাত তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহে

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটিতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এছাড়া রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠ, বনরূপা আদালত ভবন প্রাঙ্গণ,  ভেদভেদী আমানতবাগ মাঠ, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮ থেকে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৈরি আবহাওয়া থাকলে স্ব-স্ব এলাকার মসজিদগুলোতে যথা সময়ে  পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে জেলার উপজেলা পর্যায়েও সকাল সাড়ে ৮টা থেকে  ৯টার মধ্যেই ঈদ জামাত শেষ করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে সকাল ৯টায়, বনরূপা আদালত ভবন প্রাঙ্গণে সকাল সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, ভেদভেদী আমানতবাগ মাঠে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়, পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের  জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদা আক্তার জানান, জেলা প্রশাসনের সিন্ধান্তানুযায়ী সকাল ৮টার থেকে সকাল ৯টার মধ্যে পুরো জেলায়  পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষ করার সিন্ধান্ত গৃহীত হয়। তবে ঈদ জামাত পরিচালনা উপ-কমিটির সদস্যরা সুবিধা মতো পবিত্র ঈদুল ফিতরের জামাত পরিচালনা করবেন।

Exit mobile version