রাঙামাটিতে এক জেএমবির ১০ বছরের কারাদণ্ড

fec-image

রাঙামাটিতে বোমা বিস্ফোরণ মামলায় গালিব নামে এক জেএমবি সদস্যকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল এলাহী সোমবার (১৫মার্চ) সকালে এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি মো. শামীম হোসেন গালিব আদালতে উপস্থিতি ছিলেন। সাজাপ্রাপ্ত গালিব সাতক্ষিরা জেলার ইটগাছা ইউনিয়নের মো. তমিজ উদ্দিনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মাধ্যমে আসামীকে সোমবার বেলা ১১টায় আদালতে হাজির করা হয়। দুপুরে রায় ঘোষণার পরপরই তাকে রাঙামাটির আদালত চত্ত্বর থেকে আবারও সামনে পেছনে পুলিশী স্কট দিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আসামি গালিব ইতিমধ্যেই ১৫ বছর ৬ মাসের মতো জেলেই কাটিয়েছেন বলে জানা গেছে। ২০০১ সালে রাঙামাটি শহরের হোটেল ড্রীমল্যান্ডের সামনে বোমা বিস্ফোরনের মামলায় গালীব একমাত্র আসামি ছিলেন।

জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ২০০১ সালে সারাদেশের ন্যায় রাঙামাটি শহরেও বিস্ফোরনের ঘটনায় দায়েরকৃত মামলায় একমাত্র আসামি গালিবের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কারাদণ্ড, জেএমবির, রাঙামাটিতে
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন