রাঙামাটিতে কল্পনা চাকমার অপহরণের বিচারের দাবি

fec-image

রাঙামাটিতে কল্পনা চাকমার অপহরণের বিচারের দাবি ও নারী নিপীড়নের বিচারহীনতা সংস্কৃতি বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি রিতা চাকমা। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার, কল্পনা চাকমার মামলার আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২৯ বছর আগে পাহাড়ি নারী নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। মামলার পর শুধুমাত্র দায়সারা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কল্পনা চাকমার জীবনে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনার ন্যায় বিচারকে ভূলণ্ঠিত করার যে কোন প্রচেষ্টাকে জুম্ম জনগণ মেনে নেবে না। দোষীদের চিহ্নিত করে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি জানানো হয়। পাশাপাশি তদন্ত ও বিচারের নামে রাষ্ট্রের তামাশা বন্ধের দাবি জানান বক্তারা।

কল্পনা চাকমার মামলার আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দেওয়ান বলেন, দীর্ঘ ১৪ বছর পর ২০১০ সালে ২১ মে চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে রাষ্ট্রের নানা সংস্থা প্রতিটি প্রতিবেদনে কল্পনা চাকমা অপহৃত হয় সেটি উল্লেখ থাকলেও কার দ্বারা অপহৃত হয়েছে কোন প্রতিবেদন উঠে আসেনি।

তিনি আরও বলেন, মামলা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অনেকে বলে কল্পনা নাকি ভারতে আছে। তাহলে রাষ্ট্র কেন তাকে ভারত থেকে নিয়ে আসে না। তাকে দ্রুত ভারত থেকে নিয়ে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হউক। আমি মামলার বাদী হিসেবে আমি হতাশ। আরও কত বছর লাগবে সেটও জানি না

সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার বলেন, দেশে এখনো বিচারহীনতা সংস্কৃতি বন্ধে হয়নি। সরকারের কাছে অনুরোধ দ্রুত তদন্ত শেষে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের আইনের আওতায় নিয়ে এসে বিচারকার্য শেষ করা।

তিনি আরও বলেন, কল্পনা চাকমা শুধু হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী ছিলেন না। তিনি পাহাড়ে নারী আন্দোলনের অন্যতম ভূমিকা রাখতেন। তাই তাকে সেই সময় অপহরণ করা হয়। যেই সরকার ক্ষমতায় থাকুক না কেন। এই কল্পনা চাকমার সুবিচার নিশ্চিত করবে। সত্য বের করে দোষীদের বিচারের ব্যবস্থা করা হবে। সেটার অপেক্ষায় পাহাড়ের মানুষ।

উল্লেখ্য, ১৯৯৬ সালের এই দিনে দিবাগত রাতে রাঙামাটির বাঘাইছড়ির নিজ বাড়ি থেকে হিল উইমেন্স ফেডারেশনের তৎকালীন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমাকে অপহরণ করা হয়। ১৯৯৮ সালের ১৭ জানুয়ারি অপহরণ ঘটনায় কল্পনা চাকমার ভাই বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ ২৯ বছরেও রাষ্ট্র কল্পনা চাকমার হদিস দিতে পারেনি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন