parbattanews

রাঙামাটিতে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সাইকেল বিতরণ

রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় রাঙামাটি সদর উপজেলার ৬০ জন গ্রাম পুলিশের চৌকিদার-দফাদারকে নতুন পোশাক ও সাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গ্রাম পুলিশদের মাঝে নতুন পোশাক ও সাইকেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আল মামুন মিয়া। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভুমি) মাসুমা বেগমের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইএনও) নাজমা বিনতে আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, বালুখালী ইউপি চেয়ারম্যান বিজয়গিরী চাকমা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক মো. আল মামুন মিয়া বলেন, গ্রাম পুলিশরা ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্বক ভূমিকা পালন করেন থাকেন। বর্তমান সরকারের পক্ষ থেকে তাদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশেরা তাদের কাজে আরও উদ্বুদ্ধ হবেন।

২০২০-২০২১ অর্থ বছরে রাঙামাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন গ্রাম পুলিশদেরকে নতুন সাইকেল, শার্ট, প্যান্টসহ অন্যান্য আনুসাঙ্গিক সামগ্রী প্রদান হয়।

Exit mobile version