parbattanews

রাঙামাটিতে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’র প্রভাব, জনজীবন অতিষ্ঠ

সারাদেশের ন্যায় পাহাড়ি জেলা রাঙামাটিতে ঘূর্ণিঝড় জাওয়াদ’র প্রভাবে নাকাল রাঙামাটিবাসী। জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। সোমবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী টানা বৃষ্টি হয় জেলায়। বৃষ্টিতে জেলার হত দরিদ্র ও দিনমজুর মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় বিপাকে পড়েছে।

কর্মবিমূখ হয়ে এসব শ্রমজীবীরা ঘরে বন্দী। দিনে শ্রম বিক্রি করা এসব হত দরিদ্র মানুষেরা আয় করতে না পারায় হতাশ হয়ে পড়েছেন।

রাঙামাটি শহরের পৌর এলাকার পিঠা বিক্রেতা আমেনা বেগম বলেন, বৃষ্টির কারণে বেচা-কেনা করতে পারি নাই। সারাদিন বেকার সময় পার করছি। মনটা ভীষণ খারাপ।

শহরের ঠেলাগাড়ি চালক আজগর আলী বলেন, সারাদিন ভাড়া নেই। একদিন আয় না করলে সংসারের চাকা ঘোরে না।

রাঙামাটি আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. হুমায়ন বলেন, সারাদেশের ন্যায় রাঙামাটিতে ঘূর্ণিঝড় জাওয়াদ’র প্রভাব পড়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবটি কেটে গেলে জীনজীবন স্বাভাবিক হবে।

Exit mobile version