রাঙামাটিতে চব্বিশ হাজার মানুষ পানিবন্দি


কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে রাঙামাটির পাঁচ উপজেলার ১৬টি ইউনিয়নের নিম্নাঞ্চলে বসবাসরত প্রায় ২৪ হাজার জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডুবে আছে সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্থ হয়েছে কৃষি ফসলের, ঘর বন্দি রয়েছে ওইসব এলাকার মানুষ।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জেলার বাঘাইছড়ি, জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল, লংগদু উপজেলার নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। এছাড়াও আংশিক প্লাবিত হয়েছে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়ন এবং কাউখালী উপজেলার ইছামতী নদী ও কাউখালী খালের পাড়ে বসবাসতকারী বাসিন্দারা। পানি বাড়ায় এসব উপজেলার যোগাযোগও বিছিন্ন রয়েছে।
রাঙামাটি জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রায় এক হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের জন্য তিনবেলা খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। কোন সমস্যা যাতে না ঘটে সেই জন্য স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং প্রশাসনের কর্মকর্তারা কাজ করছেন।
রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ) বলেন, চলমান বৈরি আবহাওয়া ও সম্ভাব্য পাহাড়ি দুর্যোগের প্রেক্ষাপটে রাঙামাটি জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সম্মিলিত ভাবে কাজ করে যাচ্ছে। দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে মানুষের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছি।
জেলা প্রশাসক আরও বলেন, জরুরি সেবাদানকারী দল প্রস্তুত রাখা হয়েছে। মানবিক সহায়তা সামগ্রী মজুত ও সরবরাহের জন্য বিশেষ টিম মাঠে কাজ করছে। ২৪ ঘন্টা মনিটরিং ও রেসপন্সের জন্য নিয়ন্ত্রণ কক্ষ চালু রয়েছে বলে জানান তিনি।