parbattanews

রাঙামাটিতে চাঁদাবাজ সন্দেহে ভ্রাতৃদ্বয় আটক

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি সদরের কুতুকছড়ি এলাকা থেকে চাঁদাবাজ সন্দেহে দুই ভাইকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

শনিবার (১ সেপ্টেম্বর) সকালে তাদের নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা হলেন, কুতুকছড়ির উপর পাড়া এলাকার রবি চন্দ্র চাকমার ছেলে কীনা মোহন চাকমা (৩৭) এবং নীল মোহন চাকমা (৩১)। এসময় তাদের কাছ থেকে নগদ দুই লক্ষ ৪০ হাজার টাকা, চাঁদা আদায়ের রশিদ, বিভিন্ন বিপ্লবী বই, ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুতুকছড়ির উপর পাড়ায় অভিযান চালিয়ে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশন্ত্র গ্রুপের সক্রিয় দুই কর্মীকে আটক করা হয়। তারা ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি করে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে বলে সূত্রটি জানায়।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের রাঙামাটি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে এ বিষয়ে রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া জানান, আমরা এখনো নানিয়ারচর থানা থেকে কোন আটক ব্যক্তি বুঝে পাইনি।

Exit mobile version