২৯৯ রাঙামাটি সংসদীয় আসনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত এমপি প্রার্থী সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোখতার আহম্মদ এর সাথে মতবিনিময় সভা করেছে রাঙামাটি পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও নেতৃবৃন্দ।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসলামিক সেন্টার পাঠাগারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুল হক উপস্থিত থেকে দায়িত্বশীলদের দিক নির্দেশনা প্রদান করেন।পৌর জামায়াতের আমীর মো. মাইনুদ্দিন এ সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. রহমত উল্লাহ, পৌরসভা জামায়াত ইসলামীর দায়িত্বশীল মো. সাজ্জাদুল ইসলাম, মো. জয়নাল আবেদীন ও মো. জামশেদুল আজম প্রমুখসহ রাঙামাটি পৌর জামায়াতে সকল ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।সভায় জেলা সেক্রেটারি মনছুরুল হক দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী বরাবরই একটি ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তবে জামায়াতে ইসলামী নিছক ক্ষমতার রাজনীতি করে না। কিন্তু এবার সারাদেশের জনগণের মাঝে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রের দায়িত্বে দেখার যে আকাঙ্ক্ষার তৈরি হয়েছে, সেটা ইসলামী আন্দোলনের জন্য ইতিবাচক। আমরা জন-আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে সার্বক্ষণিকভাবে তাদের পাশে থাকবো এবং কেন্দ্র ঘোষিত সকল পরিকল্পনা বাস্তবায়নে সর্বস্তরের নেতৃবৃন্দ এক যোগে কাজ করবো।সেক্রেটারি আরো বলেন, রাঙামাটি পার্বত্য জেলায় অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করার জন্য জামায়াতের বিকল্প নেই। জনগণের প্রতিটি ঘরে ঘরে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই।এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মেদ দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, আমাদের মূল লক্ষ আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই মানুষের কল্যাণে কাজ করি। পার্বত্য চট্টগ্রামে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এই এলাকার মানুষ বরাবরাই বঞ্চিত, আমরা সেই বঞ্চনার অবসান ঘটানোর লক্ষ্যে কাজ করতে চাই।