parbattanews

রাঙামাটিতে জুম চাষে ব্যস্ত পাহাড়িরা

পার্বত্য অঞ্চলে নাঙ্গলে চাষাবাদ জমির পরিমাণ খুবই কম। ফলে পাহাড়িদের জীবন ধারণের একমাত্র উপায় পাহাড়ে আদিযুগের প্রথানুযায়ী জুম চাষের মাধ্যমে ফসল উৎপাদন করা। মালিকানাধীন কিংবা পরিত্যক্ত ঘন বন-জঙ্গল, পাহাড় নির্বাচন করে জুমিয়ারা বর্ষার আগেই জঙ্গল কাটা শুরু করে। বৈশাখ-জ্যৈষ্ঠ মাস পর্যন্ত রোদে শুকিয়ে তা আগুনে পুড়ানো হয় এবং বৃষ্টির পানিতে ছাইগুলো মিশে গেলে শুরু হয় বীজ রোপনের কাজ।

বর্ষার আগেই পাহাড়ে বসবাসরত জুমিয়াদের এখন সময় কাটছে ধান, হলুদ, কুমড়া, ভুট্টা’সহ ও বিভিন্ন সবজি বীজ লাগানোর ব্যস্ততার মধ্য দিয়ে।

দুর্গম জুরাছড়ি উপজেলার গবছড়ি এলাকার সজিব ও তার স্ত্রী অনুরুপা চাকমা জানান, রাঙামাটিতে গত কয়েক সপ্তাহ ধরে থেমে থেমে বৃষ্টি আর অনুকূল আবহাওয়ার কারণে এবার জুমের আবাদ ও ফলন ভাল হবে বলে এমন প্রত্যাশা করছি। এখন জুমিয়া দম্পতিদের নিজ জমিতে ধান ও বিভিন্ন বীজ রোপন করতে দেখা যাচ্ছে।

Exit mobile version