রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
আলমগীর মানিক, রাঙামাটি:
মঙ্গলবার থেকে রাঙামাটিতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্ধোধনী খেলায় সদর উপজেলা ৩-২ গোলে বাঘাইছড়ি সদর উপজেলাকে পরাজিত করেছে। রাঙামাটি চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)।
জেলা প্রশাসক মোস্তফা কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আমেনা বেগম, পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য বৃষ কেতু চাকমা। এ খেলায় জেলার দশ উপজেলা থেকে দশটি দল অংশ নিয়েছে। উদ্বোধনী পর্বে সদর উপজেলা ৩-২ গোলে বাঘাইছড়ি সদর উপজেলাকে পরাজিত করেছে।
প্রধান অতিথির বক্তব্যে সন্তু লারমা বলেন অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম তথা সারাদেশে খেলাধূলায় একটা ভূমিকা রাখবে। তিনি পার্বত্য চট্টগ্রামে খেলাধুলা উন্নয়নের জন্য ক্রীড়া মন্ত্রনালয়কে বিশেষ গুরুত্ব দেয়ার জন্য আহ্বান জানান।