রাঙামাটিতে জেল হত্যা দিবস পালিত
রাঙামাটিতে যথাযথ মর্যাদায় জেলা হত্যা দিবস পাললন করা হয়েছে।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা জাতীয় চার নেতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেন, জাতীয় চার নেতাকে হত্যা করে হত্যাকারীরা মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলো। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। জেলের ভিতর হত্যাকাণ্ডটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জঘন্যতম হত্যাকাাণ্ড বলেও উল্লেখ করেন এমপি। এ শোককে শক্তিতে পরিণত করে দ্বাদশ সংসদীয় নির্বাচনে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আওয়ামীলীগকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীকে কাজ করতে আহ্বান জানান তিনি।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ত্রিদীব কান্তি দাশ, সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা কৃষকলীগের সভাপতি মো: জাহিদ আকতারসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সভার পর ১৫ আগস্ট নিহত জাতির পিতা ও তাঁর পরিবারবর্গ এবং জাতীয় চার নেতার আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।