রাঙামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

রাঙামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে এ মেলার উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, পুরুষ ভাইস চেয়ারম্যান দুর্গেশর চাকমাসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে ডিজিটাল মেলা উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে মিলিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবারের মেলায় ১৩টি স্টল অংশ নিয়েছে। সেরা স্টলকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।