রাঙামাটিতে দীর্ঘদিন পর তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের চম্পকনগর এলাকায় চম্পকনগর যুব পরিষদের উদ্যােগে এ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামী চিন্তাবিদ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিএম মফিজুর রহমান আল আজহারী। মাহফিলে প্রধান মুফাসসির বলেন, চাঁদ, সূর্য কখনো সংঘর্ষ হয় না কারণ তারা পুরাপুরি আল্লাহর বিধান মেনে নিয়েছে। কিন্তু মানুষ পুরোপুরি আল্লাহর বিধান মানেনি। মানুষ সুযোগ পেলে জুলুম করে, ক্ষমতার অপপ্রয়োগ করে। এইজন্য আল্লাহ কুরআন দিয়েছে মানুষকে। কুরআনকে বাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এইজন্য কুরআনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম। তিনি বলেন, মায়ানমারে রোহিঙ্গা মুসলমান এবং ফিলিস্তিনি মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। আজ আল্লাহ ও রাসূলের নির্দেশনা না মানার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা যদি কুরআনের দ্বীন কায়েম করতে পারি তাহলে পরিবার, সমাজ, দেশে শান্তি ফিরে আসবে। আমরা যদি মদিনার সনদ প্রতিষ্ঠা করতে পারি তাহলে একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে উঠবে। বিশেষ মুফাসসির ছিলেন, কক্সবাজারের কুতুবদিয়ার হযরত মাওলানা মামুনুর রশীদ নুরী, আল আমিন ইসলামিয়া মডেল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা নুরুল আলম ছিদ্দিকী। বিশেষ আলোচক ছিলেন,আল আমিন ইসলামিয়া মডেল মাদ্রাসার সহকারী অধ্যাপক হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল এবং চম্পকনগর জামে মসজিদের খতিব হযরত মাওলানা মাহতাব উদ্দিন। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, জেলা জামাতের সেক্রেটারী মনছুরুল হক, জেলা পরিষদের সদস্য হাবিব আজম এবং মিনহাজ মুরশিদ এবং রাঙামাটি পৌর জামায়তের সেক্রেটারী এ্যাডভোকেট রহমত উল্লাহ।