রাঙামাটিতে দুর্গাপূজা উপলক্ষে নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

fec-image

“ধর্ম যার যার উৎসব সবার” সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ সেনাবাহিনী তথা রাঙামাটি রিজিয়নের নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকার পাহাড়ি জনপদে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতির বন্ধনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ।

এরই ধারাবাহিকতায় রবিবার (২ অক্টোবর) নানিয়ারচর জোন কর্তৃক শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রী শ্রী জগন্নাথ মন্দির নানিয়ারচর সদর পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় মহোৎসব পালনের স্বার্থে এবং সুষ্ঠুভাবে পূজা-অর্চনা পরিচালনার লক্ষ্যে অত্র জোন কর্তৃক সামগ্রিকভাবে নিরাপত্তা প্রদান করা হবে । বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: দুর্গাপূজা, নানিয়ারচর, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন