parbattanews

রাঙামাটিতে দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হযেছে। শনিবার (৯ ডিসেম্বর)  সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গণে দুর্নীতি প্রতিরোধ উপলক্ষ্যে একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুর মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ বিভিন্ন দুর্নীতি বিরোধী সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা মানববন্ধনে অংশ নেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বেলুন উড়িয়ে দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন।

এর পরই জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি দমন কমিশন’র (দুদুক) সম্বনিত কার্যালয়ের উপ-পরিচালক শফিকুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. মানাজারুল মান্নান।

পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জাফর আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মায়াধন চাকমা আলোচনা সভায় বক্তব্য রাখেন।

জেলা প্রশাসন, দুদক এবং  টিআইবি’র সহযোগিতায় এ দিবস পালন করা হয়েছে।

Exit mobile version