রাঙামাটিতে দেড়শো প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান

fec-image

রাঙামাটিতে কোভডি-১৯-এ ক্ষতগ্রিস্ত অসচ্ছল দুস্থ ও হতদরদ্রি দেড়শো প্রতিবন্ধীকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়ছে।

সোমবার (১৯জুলাই) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় কুমার সুমতি রায় জিমনেসিয়াম হল রুমে এসব সামগ্রী বিতরণ করেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এসময় অতরিক্তি জেলা প্রশাসক মো. মামুন, রাঙামাটি রোভার স্কাউটস এর সাধারণ সম্পাদক নুরুল আবছার, প্রতবন্ধী স্কুলের পূর্নবাসন কেন্দ্র’র প্রধান শিক্ষক তাপশী চাকমা উপস্থতি ছিলেন।

ত্রাণ বিতরণে স্বাধীনতার সুর্বণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাঙামাটি বিএম ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত বৃক্ষ রোপণ র্কসূচরি উদ্বোধন করেন জেলা প্রশাসক। র্কমসূচরি আওতায় ইনস্টটিউিট এরিয়ায় বিভিন্ন প্রজাতির প্রায় ৫০টি গাছের চারা রোপণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন