রাঙামাটিতে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড
রাঙামাটি শহরে এক কিশোরীকে ধর্ষণের দায়ে মো. মোজাম্মেল হক (৪৬) নামের এক ব্যক্তিকে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার দণ্ড প্রদান করেছে আদালত। আগামী ৯০ দিনের মধ্যে জরিমানার অর্থ বিধি মোতাবেক জমাদানের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮) সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক এ.ই.এম. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। ঘটনার প্রায় ছয় বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়।
রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম অভি এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে আদালত। এ রায়ের ফলে সমাজ থেকে অনেক অপরাধ কমে যাবে বলে মন্তব্য করেন তিনি।
মামলার সূত্রে জানা গেছে, ২০১৮সালের ২১ মার্চ সকাল ১১ টার দিকে জেলা শহরের ১৩ বছরের এক কিশোরী মাদ্রাসা থেকে ছুটি শেষে বাড়িতে ফেরার পথে আসামি মো. মোজাম্মেল হক তাকে পেঁয়াজ কাটার কথা বলে বাড়িতে ডেকে ঘরের দরজা বন্ধ করে ধর্ষণ করে। এরপর স্থানীয়রা ধর্ষণকারীকে গ্রেফতার করে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনার দিন রাঙামাটি কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন ভিকটিমের মা।