রাঙামাটিতে নজিরবিহীনভাবে পালিত হচ্ছে ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয়দিন
আলমগীর মানিক,রাঙামাটি:
রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে আর খন্ড খন্ড বিক্ষোভ মিছিলের মধ্যদিয়ে রাঙামাটিতে পালিত হচ্ছে বাঙ্গালী সংগঠনগুলোর ডাকে টানা ৭২ ঘন্টা হরতালের দ্বিতীয়দিন।
হরতালে শহরের প্রবেশমুখ মানিকছড়ি, বনরূপা, ভেদভেদী, তবলছড়ি ও রিজার্ভ বাজারের প্রধান সড়কগুলোর উপর গাছের গুরি ফেলে টায়ারে আগুন দিয়ে খন্ড খন্ড মিছিল করেছে কয়েকটি বাঙ্গালী সংগঠনের নেতাকর্মীরা। সকাল থেকে সড়ক ও নৌপথে রাঙামাটি শহরের অভ্যন্তরে ও দুরপাল্লার কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি তেমন একটা ছিলনা।
শহরের বিপনীবিতান গুলোর পাশাপাশি প্রায় সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বলতে গেলে নজীরবিহীন হরতাল পালিত হচ্ছে পার্বত্যাঞ্চলে। কোনো প্রকার অপ্রীতিকর ঘটণা এড়াতে শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে।
এদিকে টানা ৭২ ঘন্টার হরতালের প্রথমদিনে শহরের পৌর ট্রাক টার্মিনাল এলাকায় মানিকুর রহমান নামে এক বাঙ্গালী পিকেটারকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় জেলা ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকে আসামী করে রাঙামাটি কোতয়ালী থানায় মামলা করেছে আহত পিকেটারের বড় ভাই। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউকে আটক করতে পারেনি বলে জানায় কোতয়ালী থানা পুলিশ।