parbattanews

রাঙামাটিতে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের সাথে সমন্বয় সভা

নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে রাঙামাটির গণমাধ্যকর্মীদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) সকালে বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যার নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের ম্যানেজার সঞ্জয় মজুমদারের সভাপতিত্বে বক্তৃতা রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ডা: পরেশ চাকমা, উইমেন্স এডুকেশন ফর এডভান্সমেন্ট এন্ড এমপাওয়ারমেন্ট (উইভ) এর নির্বাহী কর্মকর্তা নাই উ প্রু মারমা, বাংলাদেশ নারী প্রগতি সংঘের লিয়াজোঁ অফিসার শরীফ জোহান, আওয়ার লাইভ, আওয়ার হেলথ, আওয়ার ফিউচার প্রকেল্পর সমন্বয়কারী সুকান্ত চাকমা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার কর্মকর্তা প্রীতি রঞ্জন তঞ্চঙ্গ্যা। এসময় নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক ডকুমেন্টারী প্রেজেন্টটেশন করেন প্রোগ্রেসিভ এর মাস্টার ট্রেইনার রিমি চাকমা।

সভায় বলা হয়, বেসরকারি উন্নয়ন সংস্থা টংগ্যা, হিল ফ্লাওয়ার, প্রোগ্রেসিভ, এবং ওয়েভ এর যৌথ উদ্যোগে তিন পার্বত্য জেলায় তিনশোটি কিশোরী ক্লাবের মাধ্যমে ১২হাজার কিশোরীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাশাপাশি জেন্টার বৈষম্য দূরীকরণ এবং মাসিককালীন সময়ে নিজেরা স্বল্প খরচে তাদের তৈরিকৃত প্যাড ব্যবহার করতে পারে এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে তাদের।

এসময় তারা উল্লেখ করেন, পার্বত্য এলাকার নারীরা যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে এখনো পুরোপুরি সচেতন হতে পারেনি। এর মধ্যে কুসংস্কার অন্যতম কারণ। বিদ্যালয়গুলোতে কিশোরীদের জন্য পর্যাপ্ত টয়লেট থাকে না। বিদ্যালয়ের পাঠ্য বইয়ে নারীর প্রজনন স্বাস্থ্য সুরক্ষার পাঠ উল্লেখ থাকলেও বেশিরভাগ শিক্ষক ওই সম্পর্কে পড়াতে জানেন না বলে বক্তারা জানান।

Exit mobile version