parbattanews

রাঙামাটিতে নিখোঁজ সেনা সদস্য আজিজুরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

পাহাড় ধসের তিন দিন পর রাঙ্গামাটিতে পাহাড় চাপা থেকে আরেক সেনা সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম আজিজুর রহমান। তিনি মাদারীপুরের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১১ টায় সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা তার লাশ উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় একজন সেনা কর্মকর্তা।

নিহত সৈনিক আজিজের লাশ প্রায় ৫০ ফুট গভীর খাদ থেকে ৩ দিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি। এ নিয়ে পাঁচ সেনা সদস্যের লাশ উদ্ধার করা হলো।

জানা গেছে, উদ্ধারের পর আজিজুরের লাশ হেলিকপ্টারে করে চট্টগ্রামে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন সদর দফতরে আনা হয়েছে। বিকাল ৫ টায় সেখানেই তার লাশের জানাজা হবে। এরপর তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে।

নিহত সৈনিক আজিজসহ সেনাবাহিনী একটি দল পাহাড় চাপায় নিহত ও আহতদের উদ্ধার করতে গিয়ে তারাও পাহাড় ধসে মাটি চাপা পড়েন। এ ঘটনায় মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভীরসহ আরো চার সেনা সদস্য নিহত হয়েছেন।

অপরদিকে গুরুতর আহত ৫ সেনা সদস্যকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে।

 

নিহতদের মধ্যে রাঙামাটিতে ১০৭ জন, চট্টগ্রামে ৩৬ জন, বান্দরবানে ৯জন, খাগড়াছড়িতে ২জন এবং কক্সবাজারে ২ জনের মৃত্যু হয়।

রাঙামাটিতে নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুই কর্মকর্তাসহ পাঁচ সেনা সদস্য রয়েছেন। পাহাড় ধসে বন্ধ হয়ে যাওয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়ক চালু করতে গিয়ে তারা প্রাণ হারান।

Exit mobile version