parbattanews

রাঙামাটিতে পাচারকালে সেগুন কাঠ আটক

রাঙামাটিতে পাচারকালে আইন-শৃঙ্খলা বাহিনী ট্রাকসহ প্রায় চার লক্ষ টাকার মূল্যের ১৩১ ঘনফুট সেগুন কাঠ আটক করে। সোমবার (২৭জানুয়ারি) সকালে কাঠগুলো কাউখালী উপজেলার ঘাগড়া বাজার থেকে আটক পরবর্তী বিকেলে রাঙামাটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানিয়েছে, রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বাজার থেকে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে আইন-শৃঙ্খলা বাহিনী আনুমানিক চার লক্ষ দামের ১৩১ঘনফুট সেগুন কাঠ আটক করে। চোরাইকাজে ব্যবহৃত  ট্রাক নং-চট্টমেট্টো- ০৫-৫৭-২০০।

এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ঘাগড়া শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাচারের সময় ট্রাকসহ বিপুল পরিমাণ সেগুন কাঠ আটক করি। এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম বন আইনে ৪১/৪২ ধারায় মামলার প্রস্তুতি চলছে।

Exit mobile version