রাঙামাটিতে পাহাড়ি মহিলা মেম্বারকে ধর্ষণ: আটক ১
নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:
রাঙামাটি শহরে আবাসিক বোর্ডিংয়ে রেখে সংরক্ষিত মহিলা ওয়ার্ডের এক সদস্যকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ঝংকু চাকমা নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৫এপ্রিল) রাতে ভিকিটিমের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, মহিলা মেম্বারকে আইনশৃঙ্খলা বাহিনী খুঁজতেছে বলে ঝংকু গত ২৪ এপ্রিল লংগদু উপজেলা থেকে সকালে মোবাইল ফোনে খবর দিয়ে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের গ্রীনহিল হোটেলে আনেন এবং হোটেলের ৩য় তলার একটি রুমে রাখেন। রাতে কোমল পানির সাথে ঘুমের ওষুধ খাইয়ে মহিলা মেম্বারকে ধর্ষণ করে।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় মহিলা মেম্বার নিজেই ডাক্তারী পরিক্ষার জন্য রাঙামাটি সদর হাসপাতালে যায়। এরপর একই দিন সন্ধ্যায় রাঙামাটি কোতয়ালী থানায় গিয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক রণি ঘটনার সত্যতা শিকার করে জানান, ভিকিটিমের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঝংকুকে আটক করে থানা-হাজতে রেখেছে। আর ভিকটিমকে সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।