parbattanews

রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত নারীদের হাতে বুনানো কুটির শিল্প প্রশিক্ষণ শুরু

 

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটিতে নিরাপত্তাবাহিনীর উদ্যোগে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত নারীদের আত্মকর্মস্থানের লক্ষ্যে হাতে বুনানো কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার বেলা ১১টায় রাঙামাটি রিজিয়নের আয়োজনে ও সদর সেনা জোনের সার্বিক ব্যবস্থাপনায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টেটিউটের মিলানায়তনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন, রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. রেদুওয়ানুল হক।

এসময় রাঙামাটি রিজিয়নের জেনারেল স্টাফ অফিসার (জিটুআই) মো. সৈয়দ তানবির সালেহ ও হাতে বুনানো প্রতিষ্ঠানের ম্যানেজার সৈয়দ আকিকুর রহমান উপস্থিত ছিলেন।

রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল মো. রেদুওয়ানুল হক বলেন, সম্প্রতি রাঙামাটিতে প্রাকৃতিক দুর্যোগে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ অসহায় ও মানবতার জীবন যাপন করছে। তাই সেইসব পরিবারের সুবিধা বঞ্চিত নারীদের ঘরে বসে আত্মকর্মস্থান গড়ে তোলার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, রাঙামাটির ১০টি উপজেলার সুবিধা বঞ্চিত নারীদের এ প্রকল্পের আওতায় আনা হবে। রাঙামাটি সদর জোন থেকে এ হাতে বুনানো প্রকল্পের যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলায় সেনা জোনগুলো এ প্রশিক্ষণ কর্মশালা চালু করবে।

হাতে বুনানো প্রতিষ্ঠানের ম্যানেজার সৈয়দ আকিকুর রহমান জানান, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে হাতে বুনানো। এ প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিনামূল্যে সুবিধা বঞ্চিত নারীদের কুটির শিল্পের উপর প্রশিক্ষণ দেওয়া। প্রশিক্ষণের পর এসব নারীরা যাতে ঘরে বসে আত্মকর্মস্থান গড়ে তুলতে পারে। পরিবারকে সহযোগিতা করতে পারে। তাছাড়া তাদের তৈরি পণ্যগুলো আমরা ক্রয় করে বিদেশে রপ্তানী করে থাকি।

সে ক্ষেত্রে প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণের পরে তাদের তৈরি বুনানো পণ্যগুলো অন্য কোথাও বিক্রি করতে হিমশিম খেতে হবেনা। প্রাথমিক ভাবে প্রশিক্ষনার্থীদের শিশুদের সুইটার বুনোন, টুপি, বিভিন্ন রকম খেলনা তৈরির উপর প্রশিক্ষণ দেওয়া হবে।

নিরাপত্তাবাহিনীর উদ্যোগে আমরা রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের নারীদের হাতে বুনানো প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছি। এ প্রশিক্ষণে মোট ৪০জন নারী অংশগ্রহণ করেন। তাদের দুইটি ব্যাচে এ প্রশিক্ষণ দেওয়া হবে। মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হলে প্রশিক্ষনার্থীদের সনদ পত্র বিতরণসহ নগদ আর্থিক সহায়তাও দেওয়া হবে।

Exit mobile version