রাঙামাটিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাঙামাটি শহরের রাণী দয়াময়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যানার, ফেস্টুন নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (০৮ সেপ্টেম্বর) বিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করে।
শিক্ষার্থীর বলেন, নিজেদের পছন্দের শিক্ষককে প্রধান শিক্ষকের চেয়ারে বসাতে সাবেক গেরিলা নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কর্তৃক রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক রণতোষ মল্লিককে অপসারণের পাঁয়তারা করছে।
শিক্ষার্থীরা আরো বলেন, শিক্ষক রণতোষ মল্লিক রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তার প্রত্যক্ষ সহায়তায় বিদ্যালয়ের শিক্ষার মান বেড়েছে। এই বিদ্যালয় থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়ও তৈরী হয় তার সময়ে। রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সামাজিক কর্মকেণ্ডেও তার অবদান রয়েছে। শিক্ষার্থীবান্ধব এই শিক্ষকের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নসাৎ করে দেওয়া হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।