রাঙামাটিতে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাকী আর মাত্র নয়দিন। শেষ সময়ে রাঙামাটিতে বিভিন্ন দলের প্রার্থীদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। গ্রাম, শহর, অলিগলিতে হরদম প্রচরণা চলছে। বিভিন্ন স্থানে সমাবেশ করছেন প্রার্থী এবং তাদের সমর্থকরা। চলছে প্রচারণার মাইকিং।
রাঙামাটি জেলার একমাত্র ২৯৯ আসনে এইবার নৌকা প্রতীক নিয়ে দেশের প্রাচীন দল আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির প্রার্থী মিজানুর রহমান এবং ছড়ি প্রতীক নিয়ে সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তারা ভোট প্রার্থনা করছেন। তারা নির্বাচিত হতে পারলে কি কি উন্নয়ন করবেন তার ফিরিস্তি দিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন।
আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার জানিয়েছেন, তিনি নির্বাচিত হতে পারলে এখানে বিমানবন্দর, রেলপথ, সড়ক উন্নয়ন, টেকনিক্যাল কলেজসহ অসংখ্য উন্নয়ন করবেন। সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের প্রার্থী মিজানুর রহমান জানিয়েছেন তিনি নির্বাচিত হতে পারলে পাহাড় থেকে বৈষম্য দূর এবং রাঙামাটিতে অর্থনৈতিক অঞ্চল তৈরি কর করবেন।
সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে বলেন, পরিবর্তনের সময় হয়েছে। মানুষ পরিবর্তন চাই। রাঙামাটিকে একটি আধুনিক জেলায় পরিণত করা হবে।