রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১


রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাপ্তাই হ্রদে নিখোঁজ রয়েছে একজন।
শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাঙামাটিতে বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। ওইদিন বজ্রপাতে উপজেলার আটারকছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের করল্যাছড়ি চেয়ারম্যান টিলা এলাকায় ইব্রাহিমের স্ত্রী রীনা বেগম (৩৫) নিজের বসত ঘরের বারান্দায় বজ্রপাতে মারা যান।
একই সময় হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে লংগদু উপজেলার মিনা বাজার নামক এলাকার কাট্টলীবিলে ইঞ্জিন চালিত বোটে বজ্রপাত পড়লে জিয়াউল হক (৫০), ওবায়দুল্লাহ (৩০), বচ্চু মিয়াসহ (৩০) তিনজন মারা যান। এ ঘটনায় তিনজনকে পাওয়া গেলেও বোট চালক আক্কাস আলীকে (৪৫) এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযানে কাজ করছে পুলিশ প্রশাসন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার মাইনী বাজার থেকে ভামান্যদম নিজ বাড়িতে ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে জানান ওসি।

















