রাঙামাটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন শনাক্ত ১৭, মোট ৪৩
রাঙামাটিতে এইবার ভয়াবহভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। মঙ্গলবার (১৯ মে) দিনগত মধ্যরাতে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে নতুন করে শহরে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩-এ।
রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল বলেন, গত দু’দিন কোন দুঃসংবাদ আসেনি। হঠাৎ করে মধ্যরাতে চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যান্স সায়েন্সেস বিশ্ববিদ্যালয় থেকে জানা গেলো রাঙামাটি থেকে পাঠনো রিপোর্ট থেকে এইবার রাঙামাটিতে নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর আগে ৬ মে সর্বপ্রথম এই জেলায় করোনা শনাক্ত হয় ৪ জনের। ওই ৪ জনের দ্বিতীয় রিপোর্ট নেগেটিভ আসার পর তৃতীয় রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে ১২ মে ১ জন, ১৩ মে ৯ জন এবং ১৪ মে ১০ জন আক্রান্ত হলো। এরপর ১৬ মে আক্রান্ত হল আরও এক নার্স। তবে ১৭ এবং ১৮ তারিখ আসা রিপোর্টে আক্রান্ত হওয়ার তথ্য না আসলেও ১৯ মে রাতে আসা রিপোর্টে পাওয়া গেলো ১৭ জন আক্রান্ত হওয়ার খবর।