রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
রাঙামাটি সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন চাকমা (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মগবান ইউনিয়নের কেরেটকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে জেলা সদরের মগবান ইউনিয়নের কেরেটকাটা এলাকায় সুজন চাকমা নিজ ক্ষেতে পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ( ইউডি) মামলা দায়ের করা হবে
ঘটনাপ্রবাহ: কৃষক, বিদ্যুৎস্পৃষ্ট, মৃত্যু
Facebook Comment