parbattanews

রাঙামাটিতে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটিতে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

সোমবার (৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাঙামাটি রিজিয়ন প্রাঙ্গনে এসব সহায়তা প্রদান করা হয়।

সামাজিক সংগঠন ছদক ক্লাবকে ২৫ হাজার টাকা, ধর্মীয় প্রতিষ্ঠান টিটিসি জামে মসজিদ নির্মাণের জন্য ২০ হাজার টাকা, শ্রাবণ খন্দকার নামের এক ব্যক্তির ছেলের লেখা-পড়া করার জন্য ৬ হাজার টাকা এবং জেলা শহরের ওমদা মিয়া এলাকার রুবেল হোসেন ও তাঁর ছেলের চিকিৎসার জন্য এক লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া বিরল রোগে আক্রান্ত রুবেল এবং তার ছেলেকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ভারতে পাঠাতে আরও কিছু খবচ বহন করছে সেনাবাহিনী।

এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার রিয়াদ মেহমুদ, রাঙামাটি রিজিয়নের জিএসও-২ (ইস্ট) মেজর সৈয়দ তানভীর সালেহসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেজর সৈয়দ তানভীর বলেন, স্বাধীনতার পর থেকে সেনাবাহিনী পাহাড়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে। অতীতের সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকেও জেলার সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তিদের রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Exit mobile version