রাঙামাটিতে বিশ্ববিদ্যালয় নির্মাণ স্থগিতের দাবিতে মানববন্ধন
পার্বত্য চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাঙামাটি মেডিকেল কলেজ নির্মাণের কাজ স্থগিত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকাল ১০টায় রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
জেলা পিসিপির সভাপতি রনঞ্জয় চাকমা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জনসংহতি সমিতির রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক নীলোৎপল চাকমা, কেন্দ্রীয় পিসিপির সভাপতি ত্রিদিনাদ চাকমা, ১১৪নং বালুখালী মৌজার হেডম্যান অরুণময় চাকমা, যুব সমিতির পাপুল বিকাশ চাকমা, জেলা পিসিপির সাংগঠনিক সম্পাদক মাইকেল চাকমা, হিল উইমেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রিমিতা দেওয়ান, রাঙামাটি সরকারি কলেজ পিসিপির সভাপতি রিন্টু চাকমা।
বক্তারা বলেন, ‘কাপ্তাই বাঁধের মতো বিশ্ববিদ্যালয় দু’টি স্থাপন করা হলে পাহাড়িরা তাদের ভূমি থেকে বিতাড়িত হবে। পার্বত্য চুক্তিতে পার্বত্য চট্টগ্রামকে পাহাড়ি অধ্যূষিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।’
কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপনের পর বহিরাগতদের অভিবাসন ঘটলে তা পার্বত্য চুক্তির বিধানকে খর্ব করবে বলে দাবি করেন বক্তারা।