রাঙামাটিতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন
রাঙামাটিতে তিন দিনব্যাপী বিশ্ব জনসংখ্যা দিবসের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ জুলাই) দুপুরে জেলা পরিবার পরিকল্পনার আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত দিবসের প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্যখাত থেকে যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসময় চেয়ারম্যান জনসংখ্যা নিয়ন্ত্রণে উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ের সকল স্বাস্থ্য কর্মকর্তা-স্বাস্থ্য কর্মীদের আন্তরিক ভাবে কাজ করতে উদাত্ত আহ্বান জানান।
জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার, রাঙামাটি সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলার কন্ট্রাসেভটিক ক্লিনিক এর এডিশনাল ডিরেক্টর ডা. বেবী ত্রিপুরা এবং ডেপুটি সিভিল সার্জন ডা.সিবলী সফিউল্লাহ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মতিউর রহমান।
সভা শেষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জনপ্রতিনিধি এবং স্বাস্থ্যকর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।