রাঙামাটিতে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আব্দুল্লাহ’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত

fec-image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. আব্দুল্লাহ’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

আজ (১৫ নভেম্বর) বাদ জুমা রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত হয়ে শিবিরের রাঙামাটি জেলা সভাপতি শাফি বলেন, “আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা নিহত হয়েছেন, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনও চলছে। যতদিন এ ফ্যাসিস্ট শক্তির মূল উৎপাটন না হয়, ততদিন আমরা শহীদি তামান্না নিয়ে রাজপথে থাকবো।”

জানাজায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মো. হাবীব আজম, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং সরকারি কলেজের শিক্ষার্থীরা। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য মো. ইমাম হোসাইন, আব্দুস সাত্তার, নূর আলমসহ সাধারণ ছাত্র ও জনতাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শহীদ মো. আব্দুল্লাহ ছিলেন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিন মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে তিনি গতকাল বৃহস্পতিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আব্দুল্লাহর বাড়ি যশোরের বেনাপোলে। বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন