parbattanews

রাঙামাটিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শাহাদাত হোসেন চৌধুরী

রাঙামাটিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম এবং নির্বাচন অফিস পরিদর্শনে আসলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ শাহাদাত হোসেন চৌধুরী। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কাপ্তাই উপজেলা থেকে সেনাবাহিনী পরিচালিত রাঙামাটি আরণ্যক কটেজ বাংলো ঘাটে আসেন তিনি।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান, রাঙামাটি ৩০৫ ব্রিগেডের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইনুর রহমান, এসইউপি, পিএসসি। এসময় সেনাবাহিনীর অন্যান্য সেনা কর্মকর্তা এবং তার সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন।

উক্ত স্থানে জেলা পুলিশের একটি চৌকস দল কমিশনারকে গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তী সময়ে তিনি  কটেজে সেনা কর্মকর্তাদের সাথে এক সৌজন্যে সাক্ষাতে মিলিত হন এবং সেনা কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা শুনেন।

এরপরই তিনি রাঙামাটি সার্কিট হাউজ কনফারেন্স রুমে জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খোঁজ খবর নেন। একই দিন দুপুরে তিনি রাঙামাটি নির্বাচন অফিস পরিদর্শন করেন এবং মধ্যহ্ন ভোজে অংশ নেন।

বিকেলের দিকে  কাপ্তাই হ্রদ, বরকলের সুভলং ঝর্ণা  ভ্রমণ করছেন এবং আরণ্যক কটেজে রাত্রী যাপন করবেন বলে সূত্র নিশ্চিত করেছে।

Exit mobile version