parbattanews

রাঙামাটিতে মাদক বিরোধী শোভাযাত্রা

মাদকবিরোধী র‌্যালি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) “মাদকাসক্তিমু্ক্ত বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন” এই এ স্লোগানকে সামনে  রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের মিলনায়তনে এসে শেষ হয়।

শোভা শেষে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।

রাঙামাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি শাখার সহকারী পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ছুফিউল্লাহ, রাঙামাটি প্রতিবন্ধী স্কুল পরিচালনা কমিটির সম্পাদক মো. আবছারসহ প্রতিষ্ঠানটির অন্যন্য কর্মকর্তা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীসহ শহরের সচেতন নবীন-প্রবীণ ব্যক্তিরাও সভায় যোগদান করেন।

বক্তারা মাদকের ভয়ঙ্কর কুফল সম্পর্কে আলোচনা করেন এবং মাদকমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকে এগিয়ে আসার আহ্বান জনান।

Exit mobile version