পাহাড়ে হানাহানি ও ভাতৃঘাতি সংঘাত বন্ধ করতে বিবদমান সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এমপি দীপংকর তালুকদার

রাঙামাটিতে মৎস্যজীবী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

fec-image

পাহাড়ে হানাহানি ও ভাতৃঘাতি সংঘাত বন্ধ করতে বিবদমান সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কেন্দ্রীয় সদস্য দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, সমাজকে অস্থিশীল রেখে কখনোই মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। তাই সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে।

শনিবার (২৭ নভেম্বর ) সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউট এর মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ রাঙ্গামাটি জেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ আওয়ামী লীগ মৎস্যজীবী লীগ রাঙামাটি জেলা শাখার আহ্বায়ক উদয়ন বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এ গাফফার কুতুবী, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, সদস্য এম এ মোতালেব তালুকদার, রাঙামাটি জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো. শাজাহান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক বাবু প্রমূখ।

প্রতিনিধি সভায় রাঙামাটি জেলার আওতাধীন ১০টি উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন