parbattanews

রাঙামাটিতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস

রাঙামাটিতে দিনব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

এর পর পুলিশ সুপার মীর আবু তৌহিদ, সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বীর শহিদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ জেলার সর্বস্তরের জনগণ ফুলে ফুলে শ্রদ্ধা জানিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশবার তোপধ্বনি মাধ্যমে দিনের শুভ সূচনা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিকে দিবসটিকে ঘিরে রাঙামাটি মারী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াচ ও ডিসপ্লে প্রদর্শন, কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। দিনব্যাপী শহিদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করা হবে।

Exit mobile version