parbattanews

রাঙামাটিতে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

17619664_1237647759675505_1418190164_n copy

রাঙামাটি প্রতিনিধি:

৩ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাঙামাটি শহরে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে নব নির্মিত এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি।

এসময় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর  তালুকদার, সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশিষ রায়, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এ সময় উপস্থিত ছিলেন।

নতুন ৫ তলা বিশিষ্ট এ একাডেমিক ভবন নির্মিত হওয়ায়  বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্র-ছাত্রীরা উন্নত পরিবেশে পাঠ দান কার্যক্রমে অংশ নিতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তিন পার্বত্য জেলায় গত ৭ বছরে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে তা অতীতে কোন সরকার করতে পারেনি। শিক্ষার উন্নয়নে এখানে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষার উন্নয়নের এ অগ্রযাত্রা আমাদের ধরে রাখতে হবে।

Exit mobile version