parbattanews

রাঙামাটিতে রেডজোন ঘোষনার পর থেকে জেলা প্রশাসনের মোবাইল কোট অব্যাহত রয়েছে

রাঙামাটি জেলায় রেডজোন ঘোষণার পর থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোট পরিচালনা করা হচ্ছে। সরকারের ১১ দফা বিধিনিষেধ প্রতিপালনের লক্ষ্যে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে রাঙামাটি জেলা প্রশাসন।

এরই লক্ষ্যে প্রতিদিন সকাল ১০ টা থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন রাঙামাটি শহরসহ উপজেলাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করছে রাঙামাটি জেলা প্রশাসন । সকল ধরনের শপিংমল ও হোটেল রাতের ৮টা ও সকাল ৮টা পর্যন্ত বন্ধসহ মন্ত্রিপরিষদ বিভাগের নিদের্শনা বাস্তবায়নে তৎপরতা চালানো হচ্ছে।

এদিকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিস পক্ষে থেকে সরকারের বিধিনিষেধের উপর মাইকিং করে প্রচার কাজ চালিয়ে যাচ্ছে জেলা তথ্য অফিস । এতে কেউ যদি নিদের্শনা না মানে তা হলে তার বিরদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙামাটিতে করোনা সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য জনসাধারণকে কঠোরভাবে স্বাস্থ্য বিধি মেনে চলাসহ সবাইকে মাস্ক ব্যবহার এবং করোনা ও ওমিক্রন সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত ১১ দফা বিধিনিষেধ প্রতিপালনের সবাইকে সর্তক থাকার আহ্বান স্বাস্থবিভাগের।

Exit mobile version